সরকারি চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনজন সচিবকে অবসরে পাঠানো হয়েছে এবং আরেকজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন আগামী ৩০ সেপ্টেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক আগামী ২৮ সেপ্টেম্বর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম সেখ আগামী ১ অক্টোবর থেকে অবসর গ্রহণ করবেন।
তাদের সবাইকে অবসরের পরদিন থেকে এক বছরের জন্য অবসর উত্তর ছুটি (পিআরএল) দেওয়া হয়েছে। এই সময়ের জন্য তারা সরকারি বিধি অনুযায়ী সকল সুবিধা পাবেন।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. নিয়াজ উদ্দিনকে অবসর গমনের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এই রদবদল প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে নতুন কর্মকর্তাদের জন্য পদ খালি হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ-ভারতের সম্পর্ক অবনতির কারণ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা