ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে: বদিউল আলম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বদিউল আলম বলেন, রাজনৈতিক দল ও নির্বাচনী ব্যবস্থায় যে দুর্বৃত্তায়ন হয়েছে, তা রোধ করতে হলে স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠন এখন জরুরি হয়ে উঠেছে। নির্বাচন কমিশন শুধু আইনগত স্বাধীনতা পেলেই চলবে না, সেটি যেন বাস্তবেও কার্যকর ভূমিকা রাখতে পারে সে নিশ্চয়তা থাকতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে এবং সেটি বাস্তবায়নের জন্য কাজ করবে। ভবিষ্যৎ সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে তাদের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে।

ড. বদিউল বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে কি না সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সুপারিশ দেবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই।

তিনি বলেন, গণভোট আয়োজনের ক্ষেত্রে জনগণের মধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করা জরুরি, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়।

ড. বদিউল আলম বলেন, বর্তমান সরকার যে স্বৈরাচারী শাসন কাঠামো রেখে গেছে, তা থেকে বেরিয়ে আসতে জুলাই সনদের পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠাই রাষ্ট্রের প্রধান চাহিদা

DR/MMS
আরও পড়ুন