ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিমানবন্দরের ভয়াবহ আগুনে কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড আরও বিস্তার লাভ করেছে। ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে আশপাশের আকাশ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের পাশাপাশি কাজ করছে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, ‘কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩৬টি ইউনিট কাজ করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, প্রথমে কার্গো ভিলেজের ভেতরে আগুন দেখা গেলেও মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। শুরুতে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পরে যোগ দেয় আরও অনেক ইউনিট। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসারের সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা বাড়ছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে চারপাশে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

DR
আরও পড়ুন