ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানালেন ডাকসু ভিপি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে তিনি এই সংহতি জানান। একই সঙ্গে অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংহতি জানিয়ে ভিপি সাদিক কায়েম বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেও একজন শিক্ষক। তারপরও দেশে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত হতে হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তাদের অধিকার নিশ্চিত না হলে জাতির ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকরা আট দিন ধরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলন করছেন। অথচ সরকারের কোনো সাড়া নেই। তারা মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া চাইছেন, অথচ সরকারের উচিত ছিল ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া। অবিলম্বে শিক্ষকদের দাবি পূরণ করতে হবে, না হলে আমরা আরও কঠোর অবস্থানে যাব।’

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের আচরণ আমাদের ব্যথিত করেছে। প্রকাশ্যে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আজ ভঙ্গুর অবস্থায় আছে। শিক্ষকদের বেতন কাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। ডাকসুর পক্ষ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা শিক্ষকদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ আছি।’

শিক্ষকরা বর্তমানে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়িভাড়া ঘোষণার পরও তারা অনশনসহ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

DR/FJ
আরও পড়ুন