ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সংসদ নির্বাচন

ইউএনওদের প্রশিক্ষণ শুরু ২২ অক্টোবর

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে ইউএনওদের প্রশিক্ষণ ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টায় রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হবে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্যান্য চার নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

ইসি সূত্রে জানা গেছে, ১১ নভেম্বরের মধ্যে প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট দুটি ব্যাচে ৫০ জন ইউএনওকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে মোট ১২টি সেশন থাকবে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণানুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

DR
আরও পড়ুন