ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সব জেলা প্রশাসকের কাছে নির্দেশনা দিয়েছে।
মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব নুসরাত জাহান নিসু সই করা এক চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি অগ্নিদুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
চিঠিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে, অফিসগুলোতে আকস্মিক অগ্নিদুর্ঘটনা, ক্ষয়ক্ষতি বা অন্য কোনো বিপর্যয় এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে।
এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে সব বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি)দের কাছে।
শিক্ষানবিশ ৪ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
দুটি আইন চূড়ান্ত ও তিনটি নীতিগতভাবে অনুমোদন