আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিসহ পোস্টাল ব্যালটে ভোটদানের মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ মোবাইল অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করেন।
ইসি জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এছাড়া দেশের ভেতরের তিন ধরনের ভোটারদেরও ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের আওতায় আনা হবে। এই সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।
‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানিয়েছেন, অঞ্চলভিত্তিক নিবন্ধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
