ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পের উৎসস্থল নরসিংদী হওয়ায় ঢাকাবাসীর জন্য সতর্কবার্তা

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদী অঞ্চলে। 

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় এ ধরনের কম্পন ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। ভবন নির্মাণে দুর্বল কাঠামো, ঘনবসতি এবং দুর্বল ভূগঠন—এই তিন মিলিয়ে রাজধানী উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই ভূমিকম্প-প্রবণ অঞ্চলে ভবন নির্মাণে মান বজায় রাখা ও সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দিচ্ছেন ভূতাত্ত্বিকরা।

ভূমিকম্পের ইতিহাস বলছে, ভূমিকম্পের পরে সাধারণত আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে, যা কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন পর্যন্ত অনুভূত হতে পারে। আফটার শক হলো মূল ভূমিকম্পের পরে একই অঞ্চলে ঘটে যাওয়া ছোট কিন্তু অনুভূতিযোগ্য কম্পন।

আফটার শক কতটি হবে—এটির নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কখনো একটি বড় ভূমিকম্পের পরে দশ–বারোটি, আবার কখনো শতাধিক আফটার শক পর্যন্তও হতে পারে। এটি নির্ভর করে ভূত্বকের চাপ, ভাঙনরেখার প্রকৃতি, এবং ভূমিকম্পের শক্তিমাত্রার ওপর।

AHA
আরও পড়ুন