ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম

ইসলামে দুর্যোগ ও বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার গুরুত্ব ব্যাপকভাবে বর্ণিত। ভূমিকম্প, ঝড়, তুফান ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় আল্লাহ তাআলার মহাশক্তির নিদর্শন। ইসলামের মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসে এসব পরিস্থিতিতে যে দোয়া পড়ার নির্দেশনা রয়েছে, তা অনুসরণ করলে মুসলিমরা সুরক্ষায় থাকতে পারে।

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।  

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

ভূমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ‘আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’ পড়তে থাকবেন যতক্ষণ ভূমিকম্প শেষ না হয়।  

এ ছাড়া দুর্যোগের সময় আরও যে দোয়া পড়তে পারেন।

উচ্চারণ: আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।  

অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। [সুরা আরাফ আয়াত ১৫৫]

NB
আরও পড়ুন