ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: তথ্য উপদেষ্টা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে।’ রোববার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘বর্তমান পরিস্থিতি হতাশা ও ক্ষোভে ভরা। যারা জুলুমকে ইনসাফ দিয়ে প্রতিস্থাপন না করে নতুন মাত্রার সহিংসতা ও জুলুম করছে, তাদের কর্মকাণ্ডই ফ্যাসিবাদের পুনর্জাগরণকে ত্বরান্বিত করছে।’

তিনি আরও বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করা হলে ফ্যাসিবাদ আবার প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়বে।’

মাহফুজ আলম তার পোস্টে তাসাউফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীর ওপর জুলুম বন্ধের আহ্বান জানান।

DR
আরও পড়ুন