ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।
এর আগে, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। শুরুতে ১৪৮টি নির্দিষ্ট দেশে অঞ্চলভিত্তিক সময়সূচি দিয়ে ধাপে ধাপে ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করা হয়।
পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশেনিয়া, ইউরোপ, সৌদি আরব, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য- এভাবে পর্যায়ক্রমে সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন কমিশন এই পুরো সময়সূচি বাতিল করে নিবন্ধনকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছে, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সুবিধামতো যেকোনো সময় নিবন্ধন করতে পারেন।
ইসি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪০ হাজার ৬৩৮ জন প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩৪ হাজার ৪২৩ জন পুরুষ এবং ৬ হাজার ২১৫ জন নারী।
১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ