ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টেলিযোগাযোগে নতুন সম্ভাবনা

৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৮ এএম

দেশে প্রথমবার ৭০০ মেগাহার্টজের তরঙ্গ বরাদ্দের নিলাম আগামী বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি এই উদ্যোগকে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য একটি ‘সুখবর’ হিসেবে উল্লেখ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তার পোস্টে বলেন, ৭০০ মেগাহার্জ তরঙ্গ একটি কৌশলগত জাতীয় সম্পদ। এই তরঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র হয়েছে। বেজ প্রাইস ধরে রাষ্ট্রের অন্তত ১১ হাজার কোটি টাকা মূল্যমানের তরঙ্গ সম্পদ এতদিন আটকে রাখা হয়েছিল। সব ষড়যন্ত্র পেছনে ফেলে এই অকশন আয়োজন করতে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।

তিনি জানান, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৭০০ মেগাহার্জ তরঙ্গ ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক কভারেজের মান উন্নয়ন, গ্রাম ও শহরে নেটওয়ার্ক বিস্তার এবং ইনডোর নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। বিশেষ করে এই ব্যান্ডের তরঙ্গ কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম।

উল্লেখ্য, ৭০০ মেগাহার্জ ব্যান্ড একটি কৌশলগত ও উচ্চমূল্যের রেডিও ফ্রিকুয়েন্সি তরঙ্গ। এটি কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দিতে সক্ষম। এই ব্যান্ড ব্যবহারের মাধ্যমে বিশেষ করে ইনডোর নেটওয়ার্ক, গ্রামীণ সংযোগ এবং দ্রুতগতির ফোরজি ও ফাইভজি সেবা আরও কার্যকরভাবে সম্প্রসারণ করা সম্ভব হয়। ঘনবসতিপূর্ণ দেশের জন্য এ তরঙ্গকে টেলিযোগাযোগ অবকাঠামোর ‘গোল্ডেন ব্যান্ড’ হিসেবেও বিবেচনা করা হয়।

AHA
আরও পড়ুন