বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর।
শুক্রবার (১২ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
