জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে, যা আত্মঘাতী। তিনি বলেন, আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি লাভবান হবে। তাই এই মুহূর্তে পারস্পরিক দোষারোপ থেকে সরে এসে ন্যূনতম জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘নির্বাচন বানচাল করা এবং চব্বিশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার সুগভীর ষড়যন্ত্র চলছে। এ কারণেই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতা ও নায়কদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। হাদির ওপর হামলা সেই পরিকল্পনারই অংশ।’
বুদ্ধিজীবীদের ভূমিকার সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘প্রতিটি লড়াইয়েই বুদ্ধিজীবীদের একটি অংশ জনগণের পক্ষে থাকেন, আবার একটি অংশ ক্ষমতার তোষামোদ করেন। আওয়ামী লীগ আমলে কিছু তথাকথিত বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছিলেন। ৫ আগস্টের পরও অনেকে বুদ্ধিজীবীর তকমা লাগিয়ে জুলাই আন্দোলনের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন।’ তিনি ৪৭, ৭১ এবং ২৪-এর লড়াকু চেতনা ধারণ করে আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘মানুষের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি। হাদির ওপর হামলার ঘটনা পুরো জাতি দেখেছে, অথচ মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে প্রশাসনের ভেতরে ও বাইরে কারা এই হামলার ব্লু-প্রিন্ট তৈরি করেছে, তাদেরও খুঁজে বের করতে হবে।’
একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ