হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই ব্যস্ত সময় পার করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমানের সরাসরি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষে আজই তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় প্রবাসে থাকায় তিনি এর আগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। বর্তমান নির্বাচন কমিশনারের বিশেষ ক্ষমতাবলে তিনি আজ এই নাগরিক অধিকার গ্রহণ করছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনের লক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া রাজধানীর গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকেও তার প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। সেই হিসেবে আজ ভোটার হওয়া তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজকের কর্মসূচিতে কবর জিয়ারত ও এনআইডি নিবন্ধনের পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সকাল থেকেই তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে এক নজর দেখতে এসব এলাকায় ভিড় জমিয়েছেন।

DR
আরও পড়ুন