হলফনামা অনুযায়ী কত সম্পদের মালিক তারেক রহমান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের ও পরিবারের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, ৫৭ বছর বয়সী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। তিনি উল্লেখ করেছেন যে তিনি দ্বৈত নাগরিক নন এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। ২০০৭ সাল থেকে তাঁর বিরুদ্ধে মোট ৭৭টি মামলা দায়ের করা হলেও সেগুলো থেকে তিনি খালাস, প্রত্যাহার বা অব্যাহতি পেয়েছেন। পেশা হিসেবে তিনি ‘রাজনীতি’ উল্লেখ করেছেন।

সম্পদের বিবরণে দেখা যায়, তারেক রহমানের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক ভবন বা গাড়ি নেই। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। এর মধ্যে ব্যাংক ও নগদে আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা এবং শেয়ার ও বন্ডে বিনিয়োগ রয়েছে কয়েক দফায় মোট ৬৮ লাখ টাকার বেশি। এছাড়া ব্যাংকে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার এফডিআর রয়েছে তাঁর নামে। নিজের কোনো কৃষি জমি না থাকলেও ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১.৪ শতাংশ অকৃষি জমি রয়েছে।

তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামে ১ কোটি ৫ লাখ টাকার সম্পদ এবং বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার টাকার বেশি। স্ত্রীর নামে ১১১.২৫ শতাংশ জমি ও যৌথ মালিকানায় একটি ভবন থাকলেও তারেক রহমানের নামে সরকারি কোনো ঋণ নেই।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

DR
আরও পড়ুন