তারেক রহমান গণতন্ত্রের মশালবাহক: আমীর খসরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ বা মশালবাহক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শহীদ জিয়া যে গণতন্ত্রের মশাল হাতে নিয়েছিলেন, দীর্ঘ সময় সেই মশাল বহন করেছেন বেগম খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন।’

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া জীবনে কখনও আপস করেননি। ১/১১-এর সময় অনেকেই আপস করলেও তিনি অটল ছিলেন এবং স্বৈরাচারের পতন পর্যন্ত আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন।

বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি কোটি মানুষের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল হৃদয়ের টানে সম্ভব হয়েছে। সারা বিশ্বে এত বড় জানাজা বিরল। দেশের মানুষের জন্য বেগম জিয়ার যে ভালোবাসা ছিল, তা আমাদের ধরে রাখতে হবে।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

DR/FJ
আরও পড়ুন