আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া বিশেষ নিরাপত্তা প্রটোকল এবং প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে চরম বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে কোনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নেই।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এসব অভিযোগ করেন।
ডা. তাহের বলেন, ‘নিরাপত্তার নামে কোনো কোনো ব্যক্তিকে বিশেষ প্রটোকল দেওয়া হচ্ছে, যা সাধারণ জনগণের মাঝে ভুল বার্তা দিচ্ছে। আবার অন্য প্রার্থীদের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে কোনো ভ্রূক্ষেপই নেই। নির্বাচনের সময়ও যদি এমন প্রটোকল বৈষম্য বজায় থাকে, তবে তা লেভেল প্লেয়িং ফিল্ডকে সাংঘাতিকভাবে ব্যাহত করবে। প্রটোকল সবার জন্য সমান হওয়া উচিত।’
রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘মামলার ক্ষেত্রে বিএনপির অনেকের মনোনয়নপত্র গ্রহণ করা হলেও জামায়াতের প্রার্থীদের ক্ষেত্রে তা বাতিল করা হয়েছে। এমনকি দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্য। রিটার্নিং অফিসাররা দলভেদে ভিন্ন ভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন।’
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান ডা. তাহের। পাশাপাশি মাঠ পর্যায়ে নিরপেক্ষ ডিসি ও এসপি নিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকেই সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা ইসিকে বলেছি, শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
নির্বাচনের ইতিহাস টেনে তিনি বলেন, গত ৫৪ বছরে ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচন কিছুটা গ্রহণযোগ্য হলেও অন্য কোনো নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি। এছাড়া জামায়াতের আমিরের সঙ্গে ভারতের বৈঠকের গুঞ্জন নাকচ করে তিনি জানান, ভারতের সঙ্গে কোনো ফরমাল বৈঠক হয়নি। আমির অসুস্থ থাকা অবস্থায় ভারতীয় দূতাবাস থেকে তাকে কেবল দেখতে আসা হয়েছিল।
বৈঠকে জামায়াতের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয় এবং সিইসির কাছে তাদের দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
তারেক রহমানের নিরাপত্তায় তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াত
