আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

দুই দশক পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট স্টেডিয়ামে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি। 

এবার দলের চেয়ারম্যান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতা করবেন। একই সঙ্গে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। 

সিলেটের উদ্দেশ্যে আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তারেক রহমান। গতকাল (মঙ্গলবার) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই এ কথা জানান।

তারেক রহমান বলেন, বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো। কালকে বিকেলে আমি প্লেনে যাবো, আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, গাড়ি আমরা যেগুলো ব্যবহার করবো, গাড়িগুলো সকালেই চলে যাবে।

AHA
আরও পড়ুন