শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ এএম

সিলেটে শাহজালাল ও শাহপরান রহ:-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপি নেতৃবৃন্দসহ তিনি প্রথম শাহজালাল রহ:-এর মাজারে প্রবেশ করেন এবং পৌনে ১০টা পর্যন্ত জিয়ারত করেন। এ সময় দরগা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাত ৯টার দিকে তিনি মাজারে পৌঁছান। মাজারে তাকে স্বাগত জানান দরগাহ কর্তৃপক্ষ। এ সময় দরগার স্মারক বইতে তিনি স্বাক্ষর করেন। এ সময় তার সহধর্মিণী ডা: জোবায়দা রহমানসহ নেতৃবৃন্দ সাথে ছিলেন।

এর আগে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে বইতে স্বাক্ষর করেছিলেন। পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এতে স্বাক্ষর করেন।

মাজার জিয়ারত শেষে শাহজালাল রহ: দরগাহ মসজিদে নফল নামাজ আদায় করেন তারেক রহমান। এরপর তিনি হযরত শাহপরান রহ:-এর মাজার জিয়ারত করেন।

এর আগে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার সফরসঙ্গী রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

রাতে তারেক রহমান সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার বিরাহিমপুরে তার শ্বশুর বাড়িতে যাবেন। সেখানে তাকে জামাই আদরে বরণ করতে বিশেষ আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

HN
আরও পড়ুন