ভারতে পুকুরে ভেঙে পড়লো প্রশিক্ষণ বিমান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ এএম

গত বছরের নভেম্বরে দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মঙ্গলবার (২০ জানুয়ারি) আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। এবার সেটি পড়েছে পুকুরে। খবর ইন্ডিয়া টুডের

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের প্রয়াগরাজে দেশটির বিমানবাহিনীর একটি মাইক্রোলাইট বিমান নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা দুজন পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনা চলতি প্রশিক্ষণ অভিযানের সময় ঘটেছে। কারও হতাহতের খবর নেই এবং জমিতে থাকা কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্র ও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। কিছু অংশে তখনও আগুন জ্বলছে। অন্য একটি ভিডিওতে পাইলটদের নিরাপদে বের হতে দেখা গেছে।

ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করেছে। তবে বারবার এমন বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির বিমানবাহিনীর মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত বছরের নভেম্বর মাসে চেন্নাইয়ে একটি পিলাটিস পিসি-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। মার্চে হরিয়ানা রাজ্যে একটি জাগুয়ার বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল। তবে উভয় ক্ষেত্রেই পাইলটরা নিরাপদে ইজেকশন দিয়েছিলেন। কিন্তু দুবাইতে হওয়া বিমান দুর্ঘটনায় পাইলট মারা গিয়েছিলেন।

HN
আরও পড়ুন