চট্টগ্রামে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর র্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মতবিনিময় করেন।
অনুষ্ঠানে তারেক রহমান ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উন্নয়নে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বিশেষ মতবিনিময় সভায় চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে সিলেটেও প্রচার যাত্রার শুরুতে তরুণদের সঙ্গে একই ধরনের সংলাপে অংশ নিয়েছিলেন তিনি। তরুণ প্রজন্মের ভাবনা ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রামের জনসভায় ভাষণ দিতে আসছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালের মে মাসে তিনি চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করেছিলেন। আজ বেলা সাড়ে ১১টার পর চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় যোগ দেবেন তিনি।
এরপর পর্যায়ক্রমে ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী ডিগবাজি মাঠ, দাউদকান্দি এবং সবশেষে রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। তার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামসহ পুরো অঞ্চলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান
