প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বা ঝগড়ার কোনো রেকর্ড আমার নেই: মির্জা আব্বাস

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ও অভিযোগের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিপক্ষের সঙ্গে তার কোনো ঝগড়া বা সংঘর্ষের রেকর্ড নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছিলেন যে, মির্জা আব্বাসের অনুসারীরাই তার ওপর হামলা ও ডিম নিক্ষেপ করেছে।

অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস বলেন, ‘কিছু মানুষ অহেতুক ঝগড়ায় জড়ানোর সুযোগ খুঁজছে। বহু বছর ধরে তারা চেষ্টা করছে কোনোভাবে বিতর্কে জড়াতে। আমি ১৯৭৭ সাল থেকে এই এলাকায় নির্বাচন করছি। আজ পর্যন্ত প্রতিপক্ষের সঙ্গে আমার কোনো ঝগড়া বা সংঘর্ষের রেকর্ড কেউ দেখাতে পারবে না।’

তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভিন্ন কোনো উদ্দেশে তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

ঢাকা-৮ আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে এখনই বড় কোনো মন্তব্য করতে না চাইলেও কিছু ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন মির্জা আব্বাস। 

তিনি বলেন, ‘সামগ্রিকভাবে পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে। তবে কিছু কিছু জায়গায় ভোটকেন্দ্র নির্বাচনে ত্রুটি রয়েছে। যেমন রেলওয়ে স্কুলের একটি নির্মাণাধীন ভবনে কেন্দ্র করা হয়েছে, যেখানে ভোটগ্রহণ প্রায় অসম্ভব।’

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন এসব ত্রুটি খতিয়ে দেখবে এবং ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।

FJ
আরও পড়ুন