ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৫০ এএম

আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় দলটি।

সোমবার (২৯ জানুয়ারি) দলটির ভাইস চেয়ারম্যান চিফ মিডিয়া উইং সালাম মাহমুদ গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সালাম মাহমুদ জানান, গত ২৭ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির সভায় দলের চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী, নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, মহাসচিব ড. তৈমুর আলম খন্দকারসহ কেন্দ্রীয় কমিটির সব নেতা মিলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলের ভিত্তি মজবুত করতে দ্রুত তৃণমূল বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

FI/BS
আরও পড়ুন