ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সংসদে সংরক্ষিত নারী আসন

মঙ্গলবার থেকে আ.লীগের ফরম বিক্রি শুরু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি  এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্দিষ্ট বুথে গিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত জনসমাগম ছাড়াই প্রার্থীর নিজের বা প্রার্থীর যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।

IL/FI/SA
আরও পড়ুন