ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমপি হতে পুরুষের চেয়ে ৩ গুণ এগিয়ে নারীরা

আপডেট : ১২ জুন ২০২৪, ০৪:২৪ পিএম

এবার আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনের জন্য রেকর্ডসংখ্যক মনোনয়ন বিক্রি করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কেনার দৌড়ে পুরুষদের তুলনায় নারী প্রার্থীরা প্রায় তিন গুণ এগিয়ে। এ বছর সংরক্ষিত আসনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৫৪৯টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য সংসদ সদস্য হতে তিন হাজার ৩৬২ জন মনোনয়ন ফরম কিনেছিলেন। ওই সময় ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছিল ১৬ কোটি ৮১ লাখ টাকা। এবার সংরক্ষিত ৪৮টি নারী আসনে  ফরম বিক্রিতে আওয়ামী লীগের আয় হয়েছে সাত কোটি ৭৪ লাখ টাকা।

এক পরিসংখ্যানে দেখা যায়, ৩০০ আসনের প্রতিটিতে গড়ে ১১ জনের বেশি ফরম কিনেছিলেন। আর সংরক্ষিত ৪৮ নারী আসনের প্রতিটির জন্য ফরম কিনেছেন ৩২ জনের বেশি। অর্থাৎ সংসদ সদস্য হতে পুরুষদের চেয়েও মনোনয়ন ফরম কেনার দৌড়ে নারীরা প্রায় ৩ গুণ এগিয়ে আছেন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন ১৪৩০ জন নারীপ্রার্থী। 

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য নারীপ্রার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা ফরম জমা দিয়েছিলেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, তিন দিন ধরে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। একই সময় মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। এই হিসাবে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। এবার ফরমের দাম নির্ধারণ করা হয়েছিল ৫০ হাজার টাকা।

প্রথম দিনে ৬ ফেব্রুয়ারি দলটি ৮১০টি ফরম বিক্রি করেছে। ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে ৫২২টি ফরম বিক্রি হয়েছে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সব মিলিয়ে তিন দিনে ফরম বিক্রি করে দলটি সাত কোটি ৭৪ লাখ টাকা আয় করেছে। ৮ ফেব্রুয়ারি তৃতীয় দিনেও অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে জমা দেওয়ার বুথে মনোনয়নপ্রত্যাশীদের চাপ ছিল অনেক বেশি।

AS/SA
আরও পড়ুন