দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনীতদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। এই তালিকায় স্বতন্ত্র ও ১৪ দলের সদস্যও রয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ৪৮ জনের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে ৪৮ জন নারীপ্রার্থীর নাম ঘোষণা করেন দলটি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১ হাজার ৫৪৯ জন নারী।
