মতবিনিময় সভায় ওবায়দুল কাদের

সরকারকে বাধাগ্রস্ত করতে বিএনপি সব চেষ্টা চালিয়ে যাচ্ছে

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:৪৭ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে বাধাগ্রস্ত করতে বিএনপি সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাজার সিন্ডিকেটের সাথে বিএনপি জড়িত আছে কি না খতিয়ে দেখতে হবে। বৃহস্পতিবার (১৪ মার্চ) গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব এক বলেন ।

তিনি বলেন, চলমান বৈশ্বিক সংকটে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকবেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নিষ্ক্রিয় নয়, সরকার তাদের দিক থেকে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলেছিল নির্বাচনের পর মার্চে দুর্ভিক্ষ হবে। তার বিপরীতে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। সারা পৃথিবীতে যখন সংকট চলে তখন বাংলাদেশে তার ছোঁয়া লাগবে না, বাংলাদেশ বিচ্ছিন্ন থাকবে এমনটি তো নয়। এর ফলেই দ্রব্যমূল্যে দাম বৃদ্ধি পাচ্ছে। এটা সারাবিশ্বেই বাড়ছে।  

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সরকার হটাতে যখন ব্যর্থ, আন্দোলন করতে পারেনি, নির্বাচনেও তারা গণতান্ত্রিক নীতির বাইরে বিরোধিতা করেছে। সবকিছুতেই তারা ব্যর্থ হয়েছে। এখন সরকারকে বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

MB/AST
আরও পড়ুন