ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও বিএনপির অনেক প্রার্থী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪০ এএম

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও বিএনপির বিপুলসংখ্যক নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। দলের নির্দেশ অমান্যকারী এসব নেতারা প্রার্থী হয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের ৩৩ জন নেতা প্রার্থী হয়েছেন।

প্রথম ধাপের নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্তহীন ছিল দলটি। এ কারণে প্রথম ধাপের প্রার্থীদের ব্যাপারে দল কিছুটা সময় নিয়েছে, সাংগঠনিক প্রক্রিয়ায় তাদের বুঝিয়ে নির্বাচন থেকে ফেরানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত একযোগে ৭৩ জনসহ দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়া ৭৫ জনকে বহিষ্কার করা হয়।

স্থানীয় পর্যায়ের নেতাদের প্রার্থিতা নিয়ে দলে শীর্ষ নেতারা বিস্ময় প্রকাশ করেছেন। যারা দ্বিতীয় ধাপের নির্বাচনে ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের নামের তালিকা করতে বলা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) তালিকা তৈরি শেষ হবে। এরপর শিগগিরই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতে পারে।

MB/FI
আরও পড়ুন