আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছেন তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, সহিংসতা হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা নেই।
বুধবার (৮ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছেন তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাচনে ১৩৯টি নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশঙ্কা ছিলো খুনোখুনি-রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, জনগণ যেখানে আসবেই না বলা হয়েছে সেখানে এতো ভোটার কারা। বিএনপি তাদের দলের নেতাকর্মীদের বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে রাখতে পারেনি।
এদিকে ভোটার উপস্থিতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, ঝড় বৃষ্টি ও ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। নির্বাচন কমিশন বলেছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। পুরো তথ্য এখনও আসেনি। আগামীকাল পুরো তথ্য পাওয়া যাবে।
ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি জিতেছে। অন্য দলের হিসাব পরে দিতে পারব। আমরা মনে করি ভোটার টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি নেই নির্বাচনে-এটাকে শান্তিপূর্ণই বলতে হবে। নির্বাচন কমিশন এবং প্রশাসন খুবই দৃঢ় অবস্থা নিয়েছে। দলের নেতা কর্মীরাও যথাযথ দায়িত্ব পালন করেছে। যে কারণে প্রথম ধাপে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
