গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (১০ মে) নরসিংদীর পলাশ উপজেলা বিএনপি কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান ।
মঈন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রেখেছে। তিনি গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। জনগণের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ।
এ সময় সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য তাগিদ দেন মঈন খান।
