ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাইসির মৃত্যুতে ঢাকায় শোক বইয়ে ফখরুলের স্বাক্ষর

আপডেট : ২৩ মে ২০২৪, ০২:২০ পিএম

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে গুলশানে ইরানের দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি। 

পরে বিএনপি মহাসচিব বলেন, 'ইরানের প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্র মন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাহত। আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের কার্যালয়ে এসে আমরা শোক প্রকাশ করেছি।'

বিএনপি মহাসচিবের সাথে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ ৯ সফরসঙ্গী নিহত হন।

AST
আরও পড়ুন