বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে আজ বিএনপির সমাবেশ। শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে ব্যাপক শোডাউনে প্রস্তুতি নিয়েছে দলটি। গত সপ্তাহে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ইস্যুতে আজ নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১লা জুলাই সারা দেশে মহানগরে ও ৩ জুলাই জেলা শহরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় তারা।
সমাবেশে ঢাকা ও তার আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানিগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার ও মানিকগঞ্জ থেকেও সংশ্লিষ্ট নেতাদের লোক সমাগম ঘটানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে খালেদা জিয়ার মুক্তির সমাবেশ জনসমুদ্রে পরিণত হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

