ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের গুঞ্জন, যা বললেন যশোরের পুলিশ সুপার

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের গুঞ্জন ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের। ইতোমধ্যে নেটদুনিয়ায় ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের একটি ছবিও ভাইরাল হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

যশোরের পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, এমন কোন তথ্য তার কাছে নেই, তিনি খোঁজ নিয়েছেন। তিনি আরও জানান, ওবায়দুল কাদেরসহ ১৭জন মন্ত্রী-এমপি যশোরে আটক এমন কোন তথ্য নেই, এটি সঠিক নয়।

পুলিশ সুপার বলেন, আমাদের সঙ্গেও অনেকে ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের বিষয়ে যোগাযোগ করছেন। আমিও বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। এখনও এ বিষয়ে নিশ্চিত নই।

গত ৫ আগস্ট সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়াল।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

AS