ইসি পুনর্গঠনে বাংলাদেশ লেবার পার্টির ৫ জনের নাম প্রস্তাব

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪১ পিএম

নির্বাচন কমিশন পুনর্গঠনে অনুসন্ধান কমিটির কাছে ৫ জনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নামের প্রস্তাবনা উপস্থাপন করেন।

তাদের প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার হিসাবে সাবেক সচিব মো. শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম হাসান নাসির।

MB/FI
আরও পড়ুন