ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওবায়দুল কাদের এখন কোথায়?

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

এ যেন ভোজবাজি! হাসিনা জামানার পতনের সাথে সাথে বেমালুম উধাও হয়ে গেছেন ওবায়দুল কাদের! ‘মহাশক্তিধর’ এ নেতার হদিস মিলছে না কিছুতেই।

প্রাচীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সেতু মন্ত্রী কাদেরকে ধরতে একাধিক নিস্ফল পুলিশি অভিযান কেবলই হাস্যরস যুগিয়েছে। দু-এক সহযোগীকে আটক করা ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী অবশ্য তার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি!

তবে তাই বলে কাদেরকে নিয়ে গুঞ্জন-গুজব কোনটিই থেমে নেই।

ভারতে অবস্থানকারী রাজনৈতিক সূত্রগুলো বলছে, কাদের আদৌ সে দেশে যাননি। কেউ বলছেন, দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন তিনি। কারও দাবি, তিনি সিঙ্গাপুর বা থাইল্যান্ডে পলাতক রয়েছেন। আবার কারও দাবি, সরকার পতনের পর তার অবস্থান ছিল যশোরে। সেখান থেকে অবৈধ পথে ভারত গেছেন তিনি। অনেকের ধারণা, ওবায়দুল কাদের পালানোরই সুযোগ পাননি, পলাতক রয়েছেন দেশেই।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একটি জাতীয় দৈনিক পত্রিকার খবরে বলা হয়, কাদের দেশত্যাগ করেছেন। ক্ষমতাচ্যুতির তিন মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি, দাবি পত্রিকাটির। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও গণমাধ্যমকে বলেছেন, ওবায়দুল কাদের মেঘালয়ে আছেন।

এদিকে, গত দুই মাসে তার গ্রেপ্তার প্রচেষ্টা একেবারে জলে গিয়েছে। সম্প্রতি চট্টগ্রামে অভিযান চালিয়ে কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। সবশেষ (১১ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন। খবরে প্রকাশ, তিনদিনের রিমান্ডে অবশ্য কাদেরে অবস্থান সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি পুলিশ।

বলা ভালো, ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা-উপজেলায় হত্যা মামলাসহ দুই শতাধিক মামলায় আসামি করা হয়েছে কাদেরেকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দলের নেতাকর্মীরা বিভিন্ন দেশে আত্মগোপনে চলে গেছেন। পতিত স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বলে একাধিকবার স্পষ্ট করেছে দিল্লি। দলের বেশিরভাগ নেতাও আশ্রয় নিয়েছেন সে দেশে। আবার গ্রেপ্তার হয়েছেন অনেকে। কিন্তু কাদেরের অবস্থান এখনও রয়েছে ধোঁয়াশাতেই।

MB/FI
আরও পড়ুন