ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বর্ধিত সভায় কাদের সিদ্দিকী

আ.লীগ যেখান থেকে আগে চাঁদা নিত, সেখান থেকে এখন বিএনপি নেয়

কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজই করছে। তবে জামায়াতে ইসলামী কিন্তু এসব করছে না।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

আওয়ামী লীগ যেখান থেকে আগে চাঁদা নিত, সেখান থেকে এখন বিএনপি চাঁদা নেয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজই করছে। তবে জামায়াতে ইসলামী কিন্তু এসব করছে না।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে দলের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আপনাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের সেবা করতে হবে। শেখ হাসিনার মতো আওয়ামী লীগ করা যাবে না। আওয়ামী লীগ করতে হবে ভাসানীর মতো, আওয়ামী লীগ করতে হবে বঙ্গবন্ধুর মতো। শেখ হাসিনার সরকার মানুষকে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। এজন্য হাসিনার ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে।

তিনি বলেন, কেউ কেউ ধারণা করেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসিনাকে আবার সরকারে বসাবেন, তাঁরা ভুল করছেন। এটা অসম্ভব।

AS/WA
আরও পড়ুন