ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে দলের নেতা আহত, বিপ্লবী পরিষদের উদ্বেগ

বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ঢাকায় ক্রমাগত ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এসকল ঘটনায় পথচারীদের অর্থ-মাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে। যা উদ্বেগজনক। 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এবং অনলাইন নিউজ পোর্টাল আরটিএনএন-এর চিফ রিপোর্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুল হক পার্থ ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হওয়ায় দুঃখ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। 

রোববার (২২ ডিসেম্বর) ভোরে ধানমন্ডির ৩২ নম্বর রোড সংলগ্ন লেকের পাড়ে ছিনতিইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি।

এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিুসুর রহমান, সাংগঠনিক প্রধান মোহাম্মদ শাফিউর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে জনগণের জান-মালের হেফাজতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সজাগ থাকার আহবান জানান।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকায় ক্রমাগত ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এসকল ঘটনায় পথচারীদের অর্থ-মাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে। যা উদ্বেগজনক। 

 

MB
আরও পড়ুন