ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: জয়নুল আবদিন ফারুক

‘নির্বাচন আয়োজনের জন্য বেশি সময়ের প্রয়োজন নেই। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’ 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেছেন, ‘দেশে আবারও রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘যে দল গণতন্ত্রের ধারাবাহিকতায় পরিচালিত হবে, সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করবে, বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না-ক্ষমতায় আসুক যদি চান, তাহলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। রোডম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন।’

তিনি আরও বলেন, ‘আপনাকে বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে। আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু, এই কয় মাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে, আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে- যার কারণে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে। ’

নির্বাচন প্রসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য বেশি সময়ের প্রয়োজন নেই। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’ এ সময় তিনি সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন,  ‘ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য এড়িয়ে চলা উচিত।’

MB
আরও পড়ুন