ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

কয়েকটি শাখায় সাংগঠনিক সম্পাদক পদেও নতুন মনোনয়ন দেওয়া হয়েছে।

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা মহানগর উত্তরসহ বিভিন্ন শাখায় ২০২৫ সেশনের জন্য সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কয়েকটি শাখায় সাংগঠনিক সম্পাদক পদেও নতুন মনোনয়ন দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিনের বিভিন্ন সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এসব কমিটি প্রকাশ করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ বলেন, কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়নের পর ২০২৫ সেশনের জন্য ১৪২টি শাখায় ১০ জানুয়ারির মধ্যে সেটআপ প্রোগ্রাম সম্পন্ন হবে। তারই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ফরিদপুর শহরসহ আরও কয়েকটি শাখায় নতুন সভাপতি নির্বাচন করা হবে।

সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পোস্টের তথ্যানুসারে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মহিউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী আশিক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব ও সেক্রেটারি মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম। এছাড়া সেক্রেটারি পদে রিয়াজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ মনোনীত হয়েছেন।

ঢাকা কলেজ শাখায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল হক মানিক। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাকিম আহমেদ।

এছাড়া ঢাকা মহানগর উত্তর শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান ও শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রেজাউল করিম শাকিল।

এসব শাখার নতুন নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

SN/KK
আরও পড়ুন