ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্মরণসভায় বক্তারা:

রবীন সরেনের মৃত্যু নয়, জীবনটাই সত্য

স্মরণসভায় বক্তারা জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

‘আদিবাসীর অধিকার আদায়ে রবীন্দ্রনাথ সরেন লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার মৃত্যু নয়, জীবনটাই সত্য।’ জাতীয় আদিবাসী পরিষদ নেতা রবীন সরেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এমন বক্তব্য উঠে আসে।

সোমবার (১৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে প্রয়াতের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

স্মরণসভায় বক্তারা জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

 

তারা রবীন সরেনের সংগ্রামী জীবনের নানা স্মৃতিকথা তুলে ধরেন। বক্তারা ‘সমতলের আদিবাসীদের জন্য কার্যকর ও পৃথক ভূমি কমিশন প্রতিষ্ঠা ও পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর’ করার দাবি জানান।

আদিবাসী ফোরাম নেতা ডা. গজেন্দ্রনাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে সিপিবির রুহিন হোসেন প্রিন্স, বাসদের রাজেকুজ্জামান রতন, জনসংহতি সমিতির দীপায়ন খীসা, আদিবাসী পরিষদের বিচিত্রা তির্কি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, অধ্যাপক মাহমুদুল সুমন, এএলআরডির শামসুল হুদা, নিজেরা করি’র খুশি কবীর, নাগরিক উদ্যোগের জাকির হোসেন, গবেষক পাভেল পার্থ প্রমুখ বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন