বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালের মতো কোন নির্বাচন আর দেখতে চায় না। গত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে ৫ আগষ্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্যের নির্বাচন। সেই নির্বাচনের মধ্যদিয়ে একটি শান্তিপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগর সংলগ্ন হরিণটানা থানাধীন আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সে নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই সাথে যারা বিগত দেড় দশকে লুটপাট, খুন, দুর্নীতি ও অনিয়ম করেছে তাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে অনেক শাসন দেখেছি, শুধু জামায়াতে ইসলামীকে দেখতে হবে। তাই এবারের শ্লোগান হবে ‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’।
গোলাম পরওয়ার বলেন, ‘কথিত মানবতাবিরোধী সাজানো অপরাধের নামে জামায়াতের যে সব নেতৃবৃন্দ হত্যার শিকার হয়েছেন, আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হবে। আজকে যেই বাংলাদেশ হয়েছে, মানবতাবিরোধী সাজানো অপরাধের নামে যাদের শহিদ করা হয়েছে, তারাও সেই বাংলাদেশ চেয়েছিলেন। সুতরাং সেই বিচার হতেই হবে। জুডিশিয়াল ক্যু করে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই জুডিশিয়াল ক্যু’র সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’
হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট ব ম মনিরুল ইসলাম ও আমির হোসেনের পরিচালনায় এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোক্তার হোসাইন।
নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত: গোলাম পরওয়ার
দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন চায় জনগণ: গোলাম পরওয়ার