ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মধ্যস্বত্বভোগীদের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের: জিএম কাদের

‘বীজ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে কৃষক যে পরিমাণ অর্থ ব্যয় করেছে ফসল বিক্রি করে তা তুলতে পারছে না।’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

রাস্তায়-রাস্তায় চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের মুনাফার লোভে কৃষকের জীবন যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) গণমাধমে এক বিবৃতিতে কৃষকদের বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘গেল বছর কয়েক দফা বন্যায় ফসলের বিপুল ক্ষতি মেটাতে এবার ব্যাপকভাবে শীতকালীন শাক-সবজি আবাদ করেছে কৃষক। ভালো ফলন পেলেও ফসলের ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। বীজ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে কৃষক যে পরিমাণ অর্থ ব্যয় করেছে ফসল বিক্রি করে তা তুলতে পারছে না।’

জাপা চেয়ারম্যান বলেন, কৃষক ২ থেকে ৩ টাকা মূল্যে যে লাউ বিক্রি করছে তা রাজধানীতে ১৫ থেকে ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। আবার, ২ থেকে ৩ টাকা দামের টমেটো রাজধানীতে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৫ থেকে ১৭ টাকায়। ৩ থেকে ৪ টাকা দামের বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। কৃষক প্রতি পিস ফুলকপির দাম ২ থেকে ৩ টাকা পেলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। 

তিনি আরও বলেন, ‘একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণ ও শুধুমাত্র বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক হিমাগারসহ অন্যান্য ব্যবস্থা নিতে হবে।’ 

বিবৃতিতে বীজ, সার ও কীটনাশকের দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি। 

 

Fj
আরও পড়ুন