ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘ডেভিল হান্টের’ নামে টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফারুক

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

‘অপারেশন ডেভিল হান্টের’ নামে টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেন, ‘প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে।’

রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
 
ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের বিষয়ে ফারুক বলেন, ‘৩২ নম্বরসহ যত স্মৃতি বিজড়িত বাড়িই হোক না কেন, কোনো বাড়ি থেকে যদি গুমখুনের নির্দেশ দেয়া হয়ে থাকে তবে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে।’

NC
আরও পড়ুন