মন্টু দাসের পরিবারের দায়িত্ব নিল জামায়াত

‘আমি মন্টু দাসের পরিবারের সঙ্গে কথা বলেছি। খুব খারাপ লেগেছে। মেয়েটির প্রতি খুব অন্যায় করা হয়েছে।’ 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

বরগুনায় মন্টু দাসের হত্যা ও তার মেয়েকে ধর্ষণের মামলার বিচার যেন দ্রুত সম্পন্ন করা হয় সে বিষয়ে সরকারের অনুরোধ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরো জানান, জামায়াত মন্টুর দাসের পরিবারের দায়িত্ব নিয়েছে।

তিনি বলেন, ‘আমি মন্টু দাসের পরিবারের সঙ্গে কথা বলেছি। খুব খারাপ লেগেছে। মেয়েটির প্রতি খুব অন্যায় করা হয়েছে।’ 

সোমবার (১৭ মার্চ) বরগুনার মন্টু দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘নিহত মন্টু দাসের জীবিত অবস্থার কাজকর্ম সম্পর্কে জেনেছি। ছোট ছোট বাচ্চাদের ভরণপোষণ ও লেখা পড়া করার জন্য ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দলীয় ফান্ড থেকে প্রতিমাসে একটা নির্দিষ্ট হারে তাদের টাকা দেওয়া হবে।’

 

MN
আরও পড়ুন