ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুযোগ সন্ধানীরা কোনো দলের না, এরা  ধান্ধাবাজ: সারজিস আলম

‘এই দেশটা কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের না, যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা।’

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৫ আগস্টের পরে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে। বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এ জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ যারা এই কর্মকাণ্ড করেছে তারা সুযোগসন্ধানী দখলদার। এই কাজগুলো আওয়ামী লীগের সময়ও করেছে, এখনও কেউ কেউ করছে, আগামীতেও করবে। আসলে তারা কোনও দলের না, তারা হচ্ছে ধান্দাবাজ। তাদের জায়গা দেওয়া যাবে না।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পঞ্চগড়ের নিজ উপজেলা আটোয়ারীর রানীগঞ্জ পটেশ্বরী কালিমন্দীরের দখল হওয়া জমি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘এই দেশটা কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের না, যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। আমরা একসঙ্গে মিলেমিশে থাকি। আটোয়ারি ও পঞ্চগড়ে আমরা যারা আছি, আমরা যেন সবাই মিলেমিশে থাকি।’

তিনি বলেন, অনেকেই মনে করেন, ‘সনাতন ধর্মীবলম্বী মানেই নৌকায় ভোট দেয়। এই ধারণাটা পাল্টাতে হবে। আওয়ামী লীগ মনে করতো কিছু দিই আর না দিই, ভোটটা কিন্তু আমরাই পাবো। তাহলে আপনাকে কিছু দেবে না। এটাই হয়েছে এতো দিনে।’

তিনি আরও বলেন, ‘যখন কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায়, তখন মূল্যটা থাকে না। এতোদিন ধরে এটাই হয়ে আসছে। তো অল্প কিছু মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষকে সুযোগ-সুবিধা দিয়ে বাকি যারা প্রত্যন্ত অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীর মানুষ ছিল তাদের দিকে কিন্তু নজর দেওয়া হয় নাই। মানে এমনি এমনি একাট উপরি পাওনা হিসেবে ব্যবহার করা হয়েছে।’

সারজিস বলেন, ‘যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে, এবং আপনাদের কাজগুলো করবে আপনাদের রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের ভোটটা হবে তাদের জন্য।’

Fj/NC
আরও পড়ুন