ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শহীদ মীর মুগ্ধের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত আমির

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

জুলাই বিপ্লবে বীর শহীদ মীর মুগ্ধের বাসায় গিয়ে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইতিক্বাফ শেষে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় উত্তরায় মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

এসময় জামায়াত আমির পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান জানান, ১০ দিনের ইতিক্বাফ আদায় শেষ করে আজ পবিত্র ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান দলের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সঙ্গে উত্তরার বাড়িতে সাক্ষাৎ করতে যান।

জামায়াত আমির শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং মুজাহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার শহীদ পরিবারগুলোর সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

MMS
আরও পড়ুন