ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সব সংগঠন এখন গণতান্ত্রিক পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে: শিবির সভাপতি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব সংগঠন গণতান্ত্রিক পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারছে। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। এখানে সবাই নাগরিক সুবিধা পাবে, ধর্ম কিংবা জাতিগত বিভেদ থাকবে না।

AHA
আরও পড়ুন