নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছেন জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি।
সেখানে বলা হয়েছে, গত ১৩ মার্চ এডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মোলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন।
নোটিশে বলা হয়েছে, গত ১৩ মার্চ অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান।
গত ২০ এপ্রিল দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) কাগজপত্র জমা দেন। কিন্তু গণমাধ্যমে আমরা দেখতে পেলাম ইলিয়াস কাঞ্চন জনতার পার্টি বাংলাদেশ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ প্রায় একইরূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হবে। এতে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি।
দলগুলোর নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। রাজনীতি দলগুলো কোনো প্রকার হাসি তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চনকে সম্মানিত ব্যক্তি হিসেবে জনতার বাংলাদেশ পার্টি'র পক্ষ থেকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলিয়াস কাঞ্চন