ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শোকজ

ফজলুরের দাবিকৃত ৭ দিনের বদলে ২৪ ঘণ্টা সময় বাড়ালো বিএনপি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:০৫ পিএম

প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামপন্থীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে থাকা চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

২৪ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানকে শোকজের জবাব দেওয়ার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে তিনি জবাব দিতে এক সপ্তাহের সময় চেয়েছিলেন। কিন্তু দলের পক্ষ থেকে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৫আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের কটাক্ষ করে বক্তব্য দেওয়ার পর তীব্র সমালোচনা শুরু হলে ফজলুর রহমানকে শোকজ করা হয়।

এদিকে. সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন, কোনো ভাইরাল হয়নি। ইউটিউবে অনেক কিছু করা যায়। আমার পুরো বক্তব্য দিন, কোথায়, কখন বলেছি দেখান। দুই লাইন কেটে হেডিং বানিয়ে বলছেন- ফজলুর রহমান নাকি বলেছে ইউনূসকে দেশ ছেড়ে যেতে এভাবে তো হবে না।

তিনি দাবি করেন, তার বক্তব্যকে খণ্ডিত করে উপস্থাপন করা হয়েছে। টোটাল বক্তব্য ছাড়া কেউ কিছু প্রমাণ করতে পারবে না।

তিনি আরও বলেন, আমার বক্তব্য যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে ক্ষমা চাইবো। কিন্তু তা করতে হলে পুরো বক্তব্যটা শুনতে হবে। ইউটিউবের একটা লাইন দিয়ে হবে না।

সম্প্রতি একটি রাজনৈতিক আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান একটি মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন মহল থেকে সমালোচনার জন্ম দেয়।

MH/FJ
আরও পড়ুন